কোন নামাজ কত রাকাত
- আপডেট সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
মুসলমানদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। বলা হয়ে থাকে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না আসলে কোন নামাজ কত রাকাত। তাই নামাজ পড়ার জন্য আপনাকে প্রথমে নামাজের রাকাত সম্পর্কে ধারণা থাকতে হবে।
ফরজ নামাজের পাশাপাশি প্রতিটি ওয়াক্তে ওয়াজিব, সুন্নত এবং নফল নামাজ রয়েছে। যদিও নামাজে রাকাত নিয়ে বেশকিছু মতভেদ রয়েছে তবুও আমাদের ইসলামে হাদিস ও সুন্নাহ অনুযায়ী কোন নামাজ কত রাকাত সেটি আপনাদের সামনে তুলে ধরছি।
সালাতুল ফজর
আমাদের মুসলমানদের দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। ফজরের নামাজ মূলত প্রথমে ২ রাকাত সুন্নত এবং পরে ২ রাকাত ফরজ হয়। মুসলমানদের জন্য ফজরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সকালবেলার আরামের ঘুম নষ্ট করে এই নামাজ পড়ার মধ্য আল্লাহ তাআলার বিশেষ রহমত রয়েছে।
সালাতুল জোহর
দিনের মধ্যভাগে আমরা যে নামাজ আদায় করি সেটিকে সালাতুল যোহর বা জোহরের নামাজ বলা হয়। জোহরের নামাজ প্রথমে ৪ রাকাত সুন্নত তারপর ৪ রাকাত ফরজ এবং শেষে ২ রাকাত সুন্নত আদায় করতে হয়। জোহরের নামাজে ফরজ এবং সুন্নত মিলিয়ে এই ১০ রাকাত পড়া উত্তম। তবে অনেকেই এর অতিরিক্ত নফল নামাজ পড়ে। নফল নামাজের নির্দিষ্ট কোন হিসাব নাই আপনি যত খুশি নফল নামাজ পড়তে পারেন। নফল নামাজ ২ রাকাত করে।
সালাতুল আসর
কোন নামাজ কত রাকাত সেই আলোচনায় এখন আমরা জানবো আসরের নামাজ সম্পর্কে।
আসরের নামাজের রাকাত নিয়ে তেমন কোন মতভেদ নেই। আসরের নামাজে ৪ রাকাত ফরজ। তবে আবার কেউ কেউ আসরের ৪ রাকাত ফরজের পূর্বে ৪ রাকাত সুন্নত নামাজ পড়ে থাকে।
সালাতুল মাগরিব
দিনের শেষ ভাগের সময়ে মাগরিবের নামাজ আদায় করা হয়। মাগরিবের নামাজের প্রথম ৩ রাকাত ফরজ পড়তে হয়। তারপরে ২ রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। অনেকেই আবার ২ রাকাত সুন্নত এর পরে অতিরিক্ত ২ রাকাত নফল নামাজ পড়ে থাকেন।
সালাতুল এশা
দিনের সর্বশেষ নামাজ হচ্ছে সালাতু এশা। এশার নামাজের ৪ রাকাত ফরজ। ৪ রাকাত ফরজের পর ২ রাকাত সুন্নত। তারপর বিতর নামাজ পড়তে হয় আরো ৩ রাকাত। বিতরের নামাজ পড়া ওয়াজিব।
তবে আপনার যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত থাকে তাহলে এশার পরে বিতর নামাজ পড়া যাবে না। তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে বিতরের নামাজ পড়তে হবে। তবে বিতরের নামাজ অবশ্য ফজরের নামাজের আগে পড়তে হবে।
মুসলমানদের জন্য নামাজ ব্যতীত কখনোই জান্নাতে প্রবেশ করা সম্ভব না। ইবাদতের মূল ধাপ হচ্ছে এই নামাজ। যার মাধ্যমে আমরা প্রতিটি ওয়াক্তে আল্লাহতালার প্রতি আনুগত্য প্রকাশ করে থাকি। আশা করি কোন নামাজ কত রাকাত সেটি আপনারা ভালোভাবে বুঝে গিয়েছেন। তাই আপনাদের যাদের নামাজ পড়ার অভ্যাস এখনো তৈরি হয়নি তারা আজ থেকেই নামাজ পড়া শুরু করে দিন।
কোন নামাজ কত রাকাত সেটি ছাড়াও নামাজ সম্পর্কে আরো অনেক নিয়ম জানতে আমাদের সাইটটি ভিজিট করুন।
ঈদ উপলক্ষে রাস্তার যানজটের খবর জানতে এখানে প্রবেশ করুন।