শাকিব খানের নতুন সিনেমা তুফান
- আপডেট সময় : ১২:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের তুফান সিনেমা নিয়ে এখনো মেতে আছেন দর্শকরা। শাকিব খানের সিনেমা এমনিতেই সব সময় আলোচনায় থাকে। সিনেমাটির প্রথম পোস্টার এবং ট্রেইলার ইতিমধ্য রিলিজ হয়ে গেছে। অ্যাকশন ঘরনার এই সিনেমাটিকে নিয়ে দর্শকের আগ্রহের জন্য শেষ নেই। সম্প্রতি শাকিব খানের তুফান সিনেমার একটি নতুন পোস্টার উন্মোচিত হয়েছে।
যে পোস্টারে প্রথমবারের মতো দেখা যাচ্ছে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীকে। পোস্টারে দেখা যায় শাকিব খানের পড়নে সাদা শার্ঠ এবং ছাই রঙের স্যুট। শাকিব খানের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। শাকিব খানের তুফান সিনেমাটি আসছে কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে। এমনটাই জানিয়েছে সিনেমাটির পরিচালক রায়হান রাফি।
সিনেমাটি মুক্তি পাবে আগামী জুন মাসের ১৭ তারিখে। ঈদুল আযহার অপেক্ষায় রয়েছে এটি। শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের এটিটি প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের এসভিএফ। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। শুধুমাত্র প্রযোজনায় যে দুই দেশ অংশগ্রহণ করেছেন ব্যাপারটি তা নয়, দুই দেশের অনেক বড় বড় অভিনেতারাও সিনেমাটিতে অংশগ্রহণ করেছেন।
শাকিব খানের তুফান সিনেমার নতুন পোস্টার
শাকিব খানের সাথে বাংলাদেশের আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং নাবিলা। কলকাতার পক্ষ থেকে মূল নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। শাকিব খানের সাথে মিমি চক্রবর্তী এটিই প্রথম সিনেমা।
কিছুদিন আগে তুফান সিনেমার একটি টিজার মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর রীতিমতো সেটি শাকিব খানের ভক্তবৃন্দ ছাড়াও সকল দর্শকদের মনে দাগ কেটেছে। অনেকেই তো রীতিমতো বলিউড এবং দক্ষিণ সিনেমার সাথে তুলনা করছেন।
পরিচালক রায়হান রাফি বলেন, কেজিএফ কিংবা পুষ্পার মত একশন ঘরনার সিনেমা নির্মাণ করার অনেক ইচ্ছে আমার। সেই ইচ্ছে পূরণ হয়েছে তাও আবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে। সিনেমাটির কাহিনী ৯০ দশকে কেন্দ্র করে। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের গল্প নিয়েই এগিয়ে যাবে তুফান সিনেমার কাহিনী।
তিনি আরো বলেন বাংলাদেশের মানুষকে আমি আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দিতে চাই। সেই সব সিনেমাটি সারা বিশ্বে কোটি কোটি টাকা ইনকাম করবে। হয়তো শাকিব খানের তুফান সিনেমা দিয়েই সেই যাত্রা শুরু।
শাকিব খানের বিগত দুটি সিনেমা প্রিয়তম এবং রাজকুমার অনেকটা রোমান্টিক ধরনের সিনেমা ছিল। অনেকদিন পর শাকিব খানকে অ্যাকশন লুকে দেখতে পেরে দর্শকরা খুবই আনন্দিত।