বাজারের সেরা স্ক্রাব কোনটি
- আপডেট সময় : ১১:০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
আজকের বিউটি টিপসে আমি আপনাদেরকে জানাবো বাজারের সেরা স্ক্রাব কোনটি সে সম্পর্কে।
ত্বককে সুন্দর রাখার একটি অন্যতম উপায় হচ্ছে ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করা।। এগুলো এমন ভাবে তৈরি যা ত্বকের অতিরিক্ত রুক্ষতা দূর করে ত্বককে করতে পারে আরো অনেক বেশি উজ্জ্বল। কিন্তু ফেসিয়াল স্ক্রাব কিনতে গিয়ে কনফিউশনে ভুগছেন? চলুন জেনে নেই বাজারের সেরা স্ক্রাব কোনটি।
আপনার ত্বক যদি বিবর্ণ কিংবা অসমান হয়
বিবর্ন কিংবা অসমান ত্বকের জন্য বাজারের সেরা স্ক্রাব হচ্ছে dermalogica daily microfoliamt exfoliant. এই স্ক্রাবটি ব্যবহার করে অল্প দিনেই আপনি পেয়ে যাবেন ক্লিন ত্বক। এই স্ক্রাবে রয়েছে হোয়াইট টি আর লাই কোরাইস যা আপনার স্ক্রিনের টোন কে অনেক বেশি উজ্জ্বল হোসেন করে তোলে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই বাজারের সেরা স্ক্রাব টি আপনি ত্বকে প্রতিদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
আপনার ত্বক যদি যদি তেলতেলে হয় এবং ব্রণ থাকে
অনেক মানুষের স্কিন অনেক তেলতেলে থাকে এবং মুখে অনেক ব্রণ হয়। এ ধরনের ত্বকের জন্য বাজারে সেরা স্ক্রাব হচ্ছে simple daily skin detox clear pore facial scrub. এই স্ক্রাবটি আপনার ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বককে তেলতেলে এবং দাগ মুক্ত রাখে। আপনি যদি আপনার মুখ কে ব্রণ মুক্ত রাখতে চান তাহলে এই স্ক্রাবটি সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করুন।
বাজারের সেরা স্ক্রাব কোনটি
রোদে পোড়া ত্বকের জন্য
অনেকের কাজের প্রয়োজনে রোদে বা বাইরে থাকতে হয়। অথবা ছাতা ছাড়া বাইরে যাওয়ার ফলে স্কিন অনেকটা পুড়ে গেছে। তাদের জন্য বাজারের সেয়াজ স্ক্রাব হচ্ছে, Lakme sun expert de tan scrub. রোদের পোড়া দাগ থেকে ত্বককে রক্ষা করার জন্য বাজারের সেরা স্ক্রাব এটি। এই স্ক্রাবে রয়েছে অটোমিলের নির্যাস যা ত্বকের ছিদ্রগুলোক খুলে দেয় এবং ত্বককে পুরো দাগ হতে রক্ষা করেন।
বয়সের ছাপ পড়ে যাওয়া ত্বকের জন্য
বয়স কম হওয়া সত্ত্বে অনেকের ত্বকে বয়স্কের ছাপ পড়ে যায় এবং স্কিনে ভাঁজ পড়ে যায়। তাদের জন্য রয়েছে Dermalogica Daily Superfoliant. এই স্ক্রাবে রয়েছে এএইচএ, বিংকোটান চারকোল ও নিয়াসিনামাইড। এ সকল উপাদান আপনার ত্বককে বুড়িয়ে যাওয়া হতে রক্ষা করে। এজন্য এটি বয়স্কের ছাপ পড়ে যাওয়া ত্বকের জন্য বাজারের সেরা স্ক্রাব।
একেক জনের স্কিনের ধরন একেক রকম। স্ক্রাবের লিস্ট গুলো হতে আপনার সমস্যা অনুযায়ী স্ক্রাব বেছে নিন। এবং পরিমাণ মতো ব্যবহার করুন। তবে আপনার স্কিনের সমস্যা যদি তাতেও সমাধান না হয় কিংবা দিন দিন আরো খারাপ হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন।
ব্যস্ত জীবনে প্রশান্তির খোঁজে ঢাকার আশেপাশের কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন? এখানে প্রবেশ করে জেনে নিন কম খরচে ঢাকার আশেপাশে ঘোরার জন্য সেরা জায়গা কোনটি।