গাড়ি কেনা ও ব্যাংক ঋণের বিষয়ে জবাব দিলেন ফুড ব্লগার রাফসান
- আপডেট সময় : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ জনপ্রিয় ফুড ব্লগার রাফসান। সম্প্রতি নিজের বাবা-মাকে অত্যন্ত দামী একটি গাড়ি গিফট করেছেন। ফুড ব্লগার রাফসানের এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তার মধ্যে নতুন একটি বিষয় সামনে এসেছে, তাদের পরিবারের পুরনো একটি ঋণের বিষয়।
এনিয়ে কিছুদিন আগে তার বাবা মোহাম্মদ জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেসা সোহেলি এর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ব্যাংকের ঋণ পরিশোধ না করায়।
রাফসানের পরিবারের এই ঋণের বিষয়টি সর্বপ্রথম সামনে আনেন সাঈদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। তিনি রাফসানের পরিবারের ব্যাংক ঋণের ইতিহাস, সম্পত্তি নিলাম হওয়া এবং পিটিশনের ব্যাপারেও ফেসবুকে পোস্ট করেন। তারপর থেকেই যোগাযোগ মাধ্যমগুলোতে রাফসানের বিষয়ে নানা রকম সমালোচনা এবং আলোচনা তৈরি হতে থাকে।
তার পরিপ্রেক্ষিতে ফুড ব্লগার রাফসান ১৪ই মে মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে আসেন এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ফেসবুক লাইভে তিনি বলেন, আমার গাড়ি কেনা এবং পরিবারকে সেটি উপহার দেওয়ার বিষয়ে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। গাড়িটির দাম মোটেও ২ কোটি টাকা কিংবা এর বেশি নয়।
গাড়ি কেনা ও ব্যাংক ঋণের বিষয়ে জবাব দিলেন ফুড ব্লগার রাফসান
ফুড ব্লগার রাফসান আরো বলেন, আমার বাবা মায়ের একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানিটির পক্ষ থেকে লোন নেয়া হয়েছিল। যেকোনো ব্যাংক থেকে লোন নেওয়ার সময় সম্পত্তি মরগেজ রাখতে হয়। আমরা আমাদের ১০ গুণ মূল্যবান জমির বিপরীতে ১ গুণ পরিমাণের টাকা লোন নিয়েছে। এখন তারা চাচ্ছে পুরো জমিটি হাতে নিতে। এজন্য আদালতে এখনো মামলা চলমান আছে।
তিনি ফেসবুক লাইভে আরো বলেন, মামলায় আদালত আমাদের দুই পক্ষের কথায় শুনবেন। আদালতের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি যে আমরা কত টাকা ফেরত দিব। তাই ঋণ পরিশোধের বিষয়টি এখন কিভাবে আসে?
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। অনেকে আমাকে পরামর্শ দিচ্ছেন ঋণ শোধ না করে কি জন্য আমি গাড়ি গিফট করলাম। আমি আসলে একটি কথাই বলতে চাই, গাড়ি কেনার পরেও আমার ঋণ শোধ করার সামর্থ্য আছে। গত করোনার সময় আমার বাবা মায়ের বিজনেস যখন খারাপ অবস্থার দিকে যেতে থাকে তখন থেকেই আমি ফ্যামিলিকে সাপোর্ট দেই। ব্যাংকের ঋণ আমরা শোধ করছে না কারণ আদালত থেকে এখন পর্যন্ত টাকার পরিমানের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়নি। সিদ্ধান্ত দেয়া হলে আমি অবশ্যই সেটা শোধ করব।
ফেসবুক লাইভে শেষের দিকে রাফসান বলেন, গল্পের একটি দিক শুনে আর কিছুতেই বিচার করা উচিত নয়। আমার পরিবার ও আমার ব্যাপারে যে লোক ভুল তথ্য ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমি দ্রুত আইনি ব্যবস্থা নেব।