প্রাথমিক বিদ্যালয়গুলো অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে
- আপডেট সময় : ০২:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিক্ষা বিভাগ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৩ বছরের মধ্যে বাংলাদেশের ১ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে।
গত ৫ জুন বুধবার প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদেরকে এই বিষয়ে তথ্যগুলো জানান।
প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমেদ সাংবাদিকদের কে বলেন, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা আছে আগামী ৩ বছরে ধাপে ধাপে বাংলাদেশের ১ হাজার প্রাথমিক বিদ্যালয়গুলোকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করবো। তবে বাংলাদেশ শিক্ষা বোর্ডের সবার রেজুলেশন পাওয়ার পর উক্ত পরিকল্পনাটি বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে।
এর আগে ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি তে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে গুলোকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা হয়েছিল। ২০১০ সালের পর ২০১৬ সালে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত করার ব্যাপারে কিছুটা আলোচনা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন অতিক্রম করার পরেও সেটি বাস্তবায়ন করা হয়নি।
প্রাথমিক বিদ্যালয়গুলো অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে
উক্ত বিষয়টি পুনরায় সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা।
নতুন করে সিদ্ধান্ত হয় প্রাথমিক বিদ্যালয় গুলোতে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক পাঠদান কার্যক্রম প্রদান করা হবে। সেই সাথে যারা বেসরকারি স্কুলগুলোতে পড়বে তাদের লেখাপড়ার খরচ হ্রাস করে সকল শিক্ষার্থীকে লেখাপড়া করার সুযোগ প্রদান করতে হবে। অর্থাৎ এতে করে একজন শিক্ষার্থী প্রাইমারি স্কুলের পরে আর ঝড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
বাংলাদেশের শিক্ষা কাঠামোতে সাম্প্রতিক সময় বেশ কিছু পরিবর্তন এসেছে। এসএসসি পরীক্ষার সবগুলো বিভাগ একত্র করা, পরীক্ষার সিলেবাস ও অন্যান্য বিষয়গুলি সহ মাধ্যমিক পর্যায়ে নতুন নতুন কার্যক্রম যুক্ত করা হয়েছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে তেমন কোন শিক্ষা কাঠামোতে পরিবর্তন না আসলেও এবার বিশাল পরিবর্তন আসতে চলেছে।
আগামী কয়েক বছরের মধ্যেও বাংলাদেশের প্রায় সবগুলো প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হবে। হয়তোবা ভবিষ্যতে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করা হতে পারে।
মাদ্রাসার শিক্ষকদের বেতন চেক ছাড় হয়েছে। বিস্তারিত জানার জন্য এখানে প্রবেশ করুন।