সরকারি অফিস টাইম হচ্ছে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা
- আপডেট সময় : ০৮:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নতুন সরকারি অফিস টাইম শুরু হবে সকাল ৯ টা থেকে এবং চলবে বিকাল ৫ টা পর্যন্ত। আসন্ন ঈদুল আযহা বা কোরবানির ঈদের ছুটির পর এই নতুন সময়সূচী কার্যকর হবে।
আজ ৩ মে সোমবার বাংলাদেশ মন্ত্রিপরিষদের এক বৈঠকে সরকারি অফিস টাইমের এই নতুন সিদ্ধান্ত হয়। সেই বৈঠকের সভাপতি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারপরে সচিবালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বৈঠকটির ঘোষণা দেন মন্ত্রী পরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন।
এর আগে বাংলাদেশে সকল প্রতিষ্ঠানের সরকারি অফিস টাইম ছিল সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। কিন্তু এরপরে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ের জন্য ২০২২ সালের নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময় সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত করা হয়। এখন আবার নতুন সময়সুচিতে ফিরে আসছে এই সকল সরকারি অফিস টাইম।
সরকারি অফিস টাইম হচ্ছে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা
এব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন সাংবাদিকদেরকে বলেন, যথারীতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস শুরু হবে সকাল ৯ টা থেকে এবং অফিস শেষ হবে বিকাল ৫ টায়। তবে বেলা ১ টার পরে দুপুরের খাবার এবং নামাজের জন্য বিরতি দেওয়া হবে। তাছাড়া শুক্রবার ও শনিবার যথাযথ ছুটি থাকবে।
কি কারনে পুনরায় সরকারি অফিস টাইম নির্ধারণ করা হলো এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এটাই স্বাভাবিক সময়সূচী। এতে করে দিনে ৮ ঘন্টা কাজ হবে সেই সাথে ৫ দিনের কর্ম ঘন্টা হবে মোট ৪০ ঘন্টা। এতদিন ধরে মাত্র ৩৫ ঘন্টা কাজ হতো সপ্তাহে। সেটা সাময়িক সময়ের জন্য ছিলো। কিন্তু এখন আমরা আবার সরকারি অফিস টাইমের মূল অবস্থায় ফিরে যাব।
আমরা জানি বিভিন্ন ব্যাংক ও বেসরকারি অনেক কোম্পানি অফিস সময় শুরু হয় সকাল ১০ টা থেকে এবং শেষ হয় বিকাণ ৫ টায়। সরকারি অফিসগুলোতে আগে ৯ টা থেকে ৫ টা পর্যন্ত কর্মঘন্টা চালু ছিল। মাঝখানে কিছু বছরের জন্য কর্ম সময় ১ ঘন্টা কমিয়ে বিকেল ৪ টা পর্যন্ত করা হয়েছিল। নতুন এই ঘোষণার মাধ্যমে আবার পুনরায় আগের নিয়ম চালু হতে যাচ্ছে।
মধ্যবিত্তরাও এখন থেকে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।