ঈদে আসছে না জংলী সিনেমা
- আপডেট সময় : ১০:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
আসন্ন কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় ছিলো জংলী সিনেমা। ইতি মধ্য সিনেমার পোস্টার এবং নায়ক নায়িকাদের লুক প্রকাশ করা হয়েছে। জংলী সিনেমার ব্যাপারে পরিচালক এম রাহিম ঘোষণা দিয়েছিলেন যে কোন মূল্যে এবারের কোরবানির ঈদে মুক্তি পাবে জংলী সিনেমা। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ালো ঘূর্ণিঝড় রেমাল।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে গেছে জংলী সিনেমার শুটিংয়ের কার্যক্রম। যার ফলে শুটিংয়ে বেশ বিপর্যয় ঘটেছে। অনেক আশা থাকলেও সেই হতাশার খবর এবারের কোরবানি ঈদের মুক্তি পাচ্ছে না জংলী সিনেমা। এমনটাই জানিয়েছে জংলী সিনেমার পরিচালক এম রাহিম।
আজ রবিবার সাংবাদিকদের কে তিনি বলেন, সিনেমার শুটিং বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে। তবে ডাবিং এর কিছু কাজ বাকি ছিল। সে সাথে প্রি প্রোডাকশনের কাজও চলমান আছে। বাকি রয়েছে গানের কিছু দৃশ্য। যে দৃশ্যগুলি ঘূর্ণিঝড়ের রেমালের কারণে সম্পন্ন করা সম্ভব হয়নি। বিগত ৩-৪ দিনের কাজ ফেঁসে গেছে।
জংলী সিনেমার শুটিং শুরু হয় গত মে মাসে। সেই সময় দেশ জুড়ে চলছিল প্রচন্ড তাপদাহ এবং হিট এলার্ট। এতে করেও শুটিং কিছুটা ব্যাহত হয়েছে। তারপরেও আমাদের আশা ছিল সামনের কোরবানির ঈদ উপলক্ষে সিনেমা মুক্তি দিতে পারব। আবার অতিরিক্ত তাড়াহুড়া করলে সিনেমার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। জংলী সিনেমা নিয়ে দর্শকদের মনের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে সেই আশায় গুড়ে বালি দিতে চাইনা। তাই সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন সিনেমার নিয়েই দর্শকদের সামনে হাজির হতে চাই।
ঈদে আসছে না জংলী সিনেমা
জংলী সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন নায়ক সিয়াম এবং নায়িকা শবনম বুবলি। জংলী সিনেমার গল্প লিখেছেন পরিচালক এম রাহিম নিজে। এব্যাপারে তিনি বলেন জংলী সিনেমায় দর্শক একটা মিশ্র গল্পের অনুভূতি পাবে। কিছুটা রোমান্স, কিছুটা ড্রামা, একশন এবং ইমোশন মিলিয়েই আমি জংলী সিনেমার গল্পটা তৈরি করেছি।
সিয়াম ও শবনম বুবলী ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিম সহ আরো অনেকে।
এদিকে জংলী সিনেমার প্রচারণাকে কেন্দ্র করে বেশ অভিনব পদ্ধতি বেছে নিয়েছে জংলী টিম। নায়ক সিয়ামের একটি ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে যেখানে সিয়ামকে তুর্কি সিনেমার নায়কের মত লুক দেওয়া হয়েছে। সেই সাথে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের পোস্টার এবং ভিন্নধর্মী স্কেচ।
আশা করি জংলী সিনেমা নিয়ে পরিচালক এম রাহিম তার কথা রাখতে পারবে। সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নেবে।
শাকিব খানের নতুন নায়িকা হচ্ছেন নাজিফা তুষি। বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।