জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- আপডেট সময় : ০৫:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
জাগরণী চক্র ফাউন্ডেশন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ৯ টি ক্যাটাগরিতে মোট ১,১২৮ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন। আপনারা যারা জাগরণী চক্র ফাউন্ডেশন বা এধরনের প্রতিষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক তারা পুরো মনোযোগ সহকারে নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে আবেদন করুন।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ মে ২০২৪ ইং।
আবেদন শুরুর তারিখ: ২৯ মে ২০২৪ ইং।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২২ জুন ২০২৪ ইং।
জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তিন মোট পদ সংখ্যা:
২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে জাগরণী চক্র ফাউন্ডেশনের মোট ১,১২৮ টি পদে নারী ও পুরুষ নিয়োগ দেওয়া হবে। সম মিলিয়ে জব ক্যাটাগরি রয়েছে ৯ টি।
জাগরণী চক্র ফাউন্ডেশনের কোন কোন পদে লোক নেওয়া হবে?
১. উপ-পরিচালক পদে ১ জন
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স বা সমমান পাশ
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এনজিও এবং ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন ভাতা: চাকরি স্থায়ী হওয়ার আগে ১,২৫০০০ হাজার টাকা এবং চাকরি স্থায়ী হওয়ার পর ১,৫১,৭২৫ টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
বয়সীমা: অনূর্ধ্ব ৫০ বছর।
২. উপ-পরিচালক পদে ১ জন
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে অবশ্যই মাস্টার্স/সমমান পাশ হতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: বাংলাদেশের স্বীকৃত এনজিও প্রতিষ্ঠান হতে মাইক্রোক্রেডিট, অর্থ ও হিসাব ব্যবস্থাপনায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার, ইন্টার্নাল অডিট ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৫০ বছর হতে হবে।
বেতন ভাতা: চাকরি স্থায়ী হওয়ার আগে ১,২৫০০০ হাজার টাকা এবং চাকরি স্থায়ী হওয়ার পর ১,৫১,৭২৫ টাকা এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
৩. শাখা ব্যবস্থাপক পদে ১০০ জন
জাগরণী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপকের মাসিক বেতন সবমিলিয়ে ৪০,০০০ টাকা। সেই সাথে শিক্ষানবিশ পিরিয়ড শেষ হওয়ার পরে বেতন হবে মোট ৫০,০৭০ টাকা। কর্মস্থল বাংলাদেশের যে কোন স্থানে হতে পারে।
তার থেকে অবশ্যই এনজিও পর্যায়ে ৩ বছর কাজ করার অভিজ্ঞ থাকতে হবে। সেই সাথে বয়স হতে হবে ৩৫ বছর বা তার কম।
৪. শাখা হিসাবরক্ষক ২০০ জন
শিক্ষানবিশ কালে শাখা হিসাব রক্ষকের মোট বেতন সব মিলিয়ে ৩০ হাজার টাকা। চাকুরী নিয়মিতকরনের পর বেতন হবে ৩,৭৩৭০ টাকা। তাছাড়া জাগরণী চক্র ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করা হবে। চাকরির স্থান বাংলাদেশের যেকোনো জায়গায় হতে পারে।
জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই অনার্স বা সমমান পাস হতে হবে।
৫. সিনিয়র অফিসার পদে ২০০ জন
জাগরণী চক্র ফাউন্ডেশনের সিনিয়র অফিসার পদে আবেদন করার জন্য অবশ্যই মাস্টার্স সমান হতে হবে। সেই সাথে থাকতে হবে কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল ব্রাউজিং এর দক্ষতা। প্রার্থীকে অবশ্যই নিজস্ব মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে।
উক্তপদে শিক্ষানবিশ কালে বেতন ৩০ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে ৩৭,৩৭০ টাকা
৬. অফিসার পদে ৩০০ জন
শিক্ষানবিশ কালে জাগরণী চক্র ফাউন্ডেশনের অফিসার পদে বেতন হবে ২৭,০০০ টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে ৩৩,৫৭৫ টাকা। চাকরির স্থান বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে।
প্রার্থীকে অবশ্যই অনার্স বা সমমান ডিগ্রী থাকতে হবে। সেই সাথে মোটরসাইকেল চালানোর দক্ষ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৭. জুনিয়র অফিসার পদে ৩০০ জন
নতুনদের জন্য জাগরণী চক্র ফাউন্ডেশনের জুনিয়র অফিসার পদটি বেশ আকর্ষণীয়। শিক্ষানবিশকালে উক্ত পদে বেতন পাওয়া যাবে ২৫,০০০ টাকা। তারপর চাকরি নিয়মিতকরণ হলে বেতন হবে ৩০,৭৬০ টাকা।
কোন অভিজ্ঞতা ছাড়াই উক্ত পদে আবেদন করার জন্য অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। সেই সাথে মোটরসাইকেল চালোনায় দক্ষ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
৮. ড্রাইভার পদে ২৬ জন
জাগনি চক্র ফাউন্ডেশনে ১৮,০০০ টাকা বেতনে ড্রাইভার পদে যোগদান করার জন্য আপনাকে অবশ্যই নূন্যতম এসএসসি পাস হতে হবে। সেই সাথে ড্রাইভিং পেশায় দক্ষতা সহ রাস্তাঘাট চেনাজানা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর বলা হলেও অভিজ্ঞদের জন্য বয়স শিথিল যোগ্য।
৯. অফিস পিয়ন পদে ১০০ জন
ন্যূনতম এসএসসি পাশে জাগরণী চক্র ফাউন্ডেশনে অফিসে পিয়ন পদে আবেদন করতে পারবেন। মাসিক বেতন সব মিলিয়ে ১৫,০০০ টাকা এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর।
জাগরণী চক্র ফাউন্ডেশনে আবেদনের নিয়ম:
জাগরণী চক্র ফাউন্ডেশনে আবেদন করতে চাইলে আপনাকে অবশ্যই সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও জীবন বৃত্তান্ত সংযুক্ত করে ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। খামের উপর অবশ্যই আপনার মোবাইল নম্বর এবং ঠিকানা স্পষ্ট অক্ষরে উল্লেখ করবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ২২ জুন ২০২৪ ইং।
তাই আপনারা যারা জাগরণীর চক্র ফাউন্ডেশনে চাকরি করতে ইচ্ছুক তারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে এখনি আবেদন করে ফেলুন। জাগরণী চক্র ফাউন্ডেশনের ১-৫ নং পদের জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে। উক্ত টাকা আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করার সময় নিয়ে যাবেন।
আপনার আজকের রাশিফল জানতে এখানে প্রবেশ করুন।