বেনজির আহমেদ পরিবার আত্নগোপনে
- আপডেট সময় : ০২:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সময়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিন আহমেদ ও তার পরিবারকে প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না। গুলশানে অবস্থিত তাদের র্যাংকন আইকন টাওয়ারের ফ্ল্যাটে তারা বর্তমানে অবস্থান করছেন না। তাছাড়া বেনজির আহমেদ তাদের ব্যবসায়ীক অফিসগুলোতেও যাচ্ছেন না। সেই সাথে দুদকের নোটিশ টিম তাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেনি। নোটিশ দেয়া হয়েছে বেনজির আহমেদের অফিসের এর কর্মচারী হাতে।
বেনজির আহমেদ বর্তমানে এখন কোথায় আছেন সেটা নিয়ে সৃষ্টি হয়েছে বেশ ধুম্রজাল। তাদের আপনজন বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তবে তার আত্মীয় স্বজনদের দাবি বেনজির আহমেদের স্ত্রীর চিকিৎসার কারণে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তবে তার বিদেশ যাওয়ার সূত্রটি সরকারি ভাবে নিশ্চিত নয়।
বেনজির আহমেদ ও তার স্ত্রীর হাজিরা রয়েছে দুদকে আগামী ৬ এবং ৯ জুন। ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার পরিবারের দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ব্যারিস্টার ওমর ফারুক। তার বিরুদ্ধে অনুসন্ধান চালাতে গিয়ে দুদক আরো কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে। শুধু স্ত্রী ও সন্তানের নামে নয় শ্বশুরবাড়ি লোকদের নামেও অঢেল সম্পদ করেছেন তিনি।
বেনজির আহমেদের সম্পদের তালিকায় নতুন করে যে জিনিসগুলো পাওয়া গেছে তার মধ্য রয়েছে ৩ টি লাইটারের জাহাজ, উত্তরবঙ্গে চা বাগান, বাংলাবান্ধা এলাকায় হোটেল এবং জমি, গাজীপুরে রিসোর্ট এবং টেক্সটাইল মিল ইত্যাদি।
বেনজির আহমেদ পরিবার আত্নগোপনে
দেশের সম্পদের বাইরেও বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বাইরের দেশগুলোতে কোন সম্পদ আছে কিনা তা জানতে কেন্দ্রীয় ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন দেশে চিঠি দেওয়া হয়েছে। অনুসন্ধান সাপেক্ষ পরবর্তীতে সেই তথ্যগুলো জানা যাবে।
আর আমাদের দেশীয় ব্যাংকে যে টাকাগুলো রয়েছে সেগুলো আগেই তুলে নিয়েছেন এমনটা তথ্য পাওয়া গেছে। সেই টাকার পরিমাণ অন্তত ১০০ কোটি টাকা বলে জানা গিয়েছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিষেধ করা হয়েছে।
বেনজির আহমেদের পরিবারের ঘনিষ্ঠ লোকজনদের দাবি, তার স্ত্রী জিসান মির্জা খুবই অসুস্থ। গত ১২ এপ্রিল স্ত্রী এবং সন্তানদের নিয়ে তিনি চিকিৎসার উদ্দেশ্যে বাইরের দেশে যান। তারপর আর বাংলাদেশে আসেন নাই। তারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আছেন। দুবাইতেও বেনজির আহমেদের জুমেরা ও মেরিনা এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে। তবে দুবাই সরকার ও বাংলাদেশ সরকার কোন সূত্রই সেই তথ্য নিশ্চিত করতে পারেনি। তার বিরুদ্ধে আনিত অভিযোগের হাজিরা দিতে তিনি নিজে হাজির হবেন নাকি তার আইনজীবের মাধ্যমে বক্তব্য পেশ করবেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
তীব্র গরম থেকে বাঁচতে যদি আপনি এয়ার কুলার কিনতে চান তাহলে কোন এয়ার কুলারটি বাজারের সেরা সেটা জানতে এখানে প্রবেশ করুন।