এক পশু দিয়ে কোরবানি ও আকিকা করা যাবে কি?
- আপডেট সময় : ১০:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
কোরবানির সময় আমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে এক পশু দিয়ে কোরবানি ও আকিকা করা যাবে কিনা। আকিকা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নত। আমাদের প্রিয় নবী রাসুল (সাঃ) বলেছেন, সকল শিশু তাদের আকিকার সাথে দায়বদ্ধ থাকে। সন্তান জন্মগ্রহণ করার ৭ দিনের মধ্যে তার পক্ষ থেকে পশু কোরবানি দিতে হবে সেই সাথে তার নাম রাখতে হবে এবং মাথার সব চুল কেটে দিতে হবে। উল্লেখ্য আমাদের প্রিয় নবী রাসুল (সা.) একটি ছাগল জবাই করে তার নাতি হাসান (রা.) এর আকিকা করেছিলেন।
এক পশু দিয়ে কোরবানি ও আকিকা করা যাবে কিনা এ বিষয়ে আরো কয়েকটি একটি হাদিস রয়েছে। আয়েশা (র.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ছেলে সন্তানের জন্য ২ টি ও মেয়ে সন্তানের জন্য ১ টি করে পশু আকিকা করার আদেশ দিয়েছেন। সেই সাথে মহানবী (সা.) এর সবচাইতে কাছের সাহাবী হযরত আবু হুরায়রা রহমতউল্লাহ থেকে বর্ণিত রয়েছে, ইহুদীরা কখনোই কন্যা সন্তানের জন্য আকিকা করত না তারা শুধুমাত্র পুত্র সন্তানের জন্য আকিকা করত। তোমরা তোমাদের পুত্র সন্তানের জন্য দুটি এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা সম্পন্ন করো।
এক পশু দিয়ে কোরবানি ও আকিকা করা যাবে কি?
আকিকার সময়ের ক্ষেত্রে এরকমটা হাদিসে এসেছে, সন্তান জন্মগ্রহণ করার দিন থেকে ৭ম দিনের মধ্যে আকিকা করা সবচাইতে উত্তম। তবে উক্ত সময়ের মধ্যে আকিকা করতে না পারলে পরে যে কোন সময় আকিকা করলে তা আদায় হয়ে যাবে। সে ক্ষেত্রে রাসুল পাক (সা.) এর সুন্নত আদায় হবে না।
সামনে কোরবানির ঈদ উপলক্ষে আমরা অনেকেই এক পশু দিয়ে কোরবানি এবং আকিকার সম্পন্ন করে থাকি। কোরবানির ঈদের দিন কোরবানির পশুর সাথে শিশুর আকিকা করা যাবে। কোরবানি যেমন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হয় তেমনি আকিকাও আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হয়। তাই কোরবানির পশুর সাথে আকিকা করতে কোন বাধা নাই।
এক পশু দিয়ে কোরবানি ও আকিকা উভয়ই সম্পন্ন করতে পারবেন। সেই সাথে কোরবানির শরিক হওয়ার মত এক পশুতে একাধিক ব্যক্তি আকিকার শরিকও হতে পারবে।
যদিও কোনো কোনো মাজহাবে কোরবানির সাথে আকিকা করার ব্যাপারে দ্বিমত পোষণ করা হয়েছে। তবে হানাফী মাযহাব ও ইমাম আহমদ এর মত অনুযায়ী একই পশুতে কোরবানি এবং আকিকা উভয়ই বৈধ। এই ফতোয়া আমাদের দেশের সবচাইতে বেশি প্রচলিত।