প্রাকৃতিকভাবে ঠোঁট গোলাপি করবেন যেভাবে
- আপডেট সময় : ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
কোথায় আছে প্রথমে দর্শনধারী তারপর গুনবিচারি। মানুষ প্রথম দেখাতেই সবার আগে চেহারার দিকে নজর দেয়। আর চেহারার দিকে তাকালেই সবার প্রথমে চোখ নাক এবং ঠোঁট সামনে আসে। কেননা মানুষের হাসিতেই পুরো সৌন্দর্য নির্ভর করে। তাই মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁটের সৌন্দর্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ধূমপানসহ নানা কারণে আমাদের ঠোঁট কালো হয়ে যায়। অনেকেই চেষ্টা করেন সেটিকে পুনরায় গোলাপি করার জন্য। চলুন জেনে নেই ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ঠোঁট গোলাপি করার কিছু উপায়।
মধুর ব্যবহার
ঠোঁটের কালচে ভাব দূর করতে মধু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধু এমন একটি উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সামান্য একটু মধু ঠোঁটে লাগিয়ে রাখুন। তারপর ঘুম থেকে উঠার পর সেটিকে ধুয়ে ফেলুন। এভাবে কয়েক সপ্তাহ লাগালে দেখবেন ঠোঁটে কালো ভাব চলে গেছে।
লেবুর রস
লেবুর রসের ব্যবহারের শেষ নেই। চুল থেকে শুরু করে বিভিন্ন রূপচর্চায় লেবুর ব্যবহার অনেক। ঠোঁটের কালো ভাব দূর করতে ঘুমানোর আগে সামান্য লেবুর রস ঠোঁটে লাগিয়ে রাখুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ঠোঁটের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পেয়েছে।
প্রাকৃতিকভাবে ঠোঁট গোলাপি করবেন যেভাবে
চিনির ব্যবহার
চিনিকে বলা হয় প্রাকৃতিক স্ক্র্যাবার। এটি ত্বকের মরা চামড়া তুলে ফেলতে সাহায্য করে। ঠোঁটের কালো দাগ দূর করতে সামান্য চিনি ও বাটার একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সপ্তাহে অন্তত ২ দিন এই পেস্ট দিয়ে ঠোঁট স্ক্র্যাব করুন। এটি ঠোঁটের উপরিভাগের মরা চামড়া তুলে ঠোঁটকে গোলাপি করে তুলবে।
বিটরুট
বিটরুটের ব্যবহার ঠোঁটে রক্তের মতো লাল আভা নিয়ে আসে। মাঝে মাঝে ঠোঁটে বিটরুটের রস লাগিয়ে রাখতে পারেন। এতে করে আপনার কালো হয়ে যাওয়ার ঠোঁট আস্তে আস্তে গোলাপী হয়ে উঠবে।
বরফের ব্যবহার
রূপচর্চায় যে বরফের অনেক ব্যবহার রয়েছে সেটি হয়তো অনেকেই জানেন না। ত্বকের যে কোন কালো দাগের উপরে মাঝেমাঝে বরফ ঘষলে দাগ হালকা হয়ে যায়। ঠোঁটের কালো দাগ দূর করতে প্রতিদিন এক টুকরো বরফ নিয়ে ঘষুন। এটি ঠোঁটকে রুক্ষ ভাব হতে রক্ষা করে।
দুধের সর
মুখের ত্বক কিংবা ঠোঁটের জন্য দুধের ব্যবহার অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছে। আগেকার দিনে রাণীর্ এই পদ্ধতি ব্যবহার করতেন। দুধের সাথে সামান্য পরিমাণ মধু লাগিয়ে নিয়মিত ঠোঁটে ঘষলে আপনার ঠোঁটে কোন কালো দাগ থাকবে না। এভাবে নিয়মিত ব্যবহার করুন যতদিন না পর্যন্ত আপনার ঠোঁট গোলাপি হয়ে ওঠে।
আপনার কালো হয়ে যাওয়া ঠোঁটের রং ফিরিয়ে আনতে উপরের পদ্ধতি গুলো চেষ্টা করে দেখুন। তবে সব পদ্ধতি অবলম্বন করেও যদি আপনার ঠোঁট গোলাপি না হয় তাহলে কোনভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া মেডিসিন কিংবা ক্রিম ব্যবহার করবেন না। কারণ এতে করে ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। সম্ভব হলে ধূমপান ত্যাগ করুন। ঠোঁটের কালো রং দূর করার জন্য এটি সবচাইতে উত্তম পদ্ধতি।