বাংলাদেশ থেকে ৭ লাখ কর্মী নিবে ইতালি
- আপডেট সময় : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কর্মী ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভালো টাকা আয় করছে। মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে বাংলাদেশের লোক নেই। বাইরের দেশে গিয়ে কাজ করার জন্য বাংলাদেশের মানুষের পছন্দের তালিকায় ইতালি হচ্ছে অন্যতম। প্রতি বছর অনেক মানুষ কাজের উদ্দেশ্যে ইতালি পাড়ি জমায়। তাছাড়া সরকারিভাবেও প্রতিবছর অনেক লোক ইতালিতে পাঠানো হয়।
সম্প্রতি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, আগামী দিনগুলোতে ইতালিতে সরকারিভাবে ৭ লাখ লোক পাঠানো হবে। এসকল লোক বৈধভাবেই ইতালিতে গিয়ে কাজ করার সুযোগ পাবে। ইতালিতে লোক পাঠানোর বিষয় নিয়ে আমরা ইতিমধ্য কাজ শুরু করে দিয়েছি।
গত ২১শে মে মঙ্গলবার ইতালির রাষ্ট্রদূত আন্তেনিও আলেকসান্দ্রার সাথে এক বৈঠক করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। উক্ত আলোচনা শেষে তিনি ইতালিতে লোক পাঠানোর ব্যাপারে ঘোষণাটি দেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছেন। সেই লক্ষ্যে বাংলাদেশ থেকে ৭ লাখ লোক ইতালিতে পাঠানো হবে। ইতালি আমাদেরকে জনবলের চাহিদাপত্র দেবে। সেই চাহিদাপত্র অনুযায়ী আমরা খুবই কম খরচে সরকারিভাবে ইতালিতে কর্মী পাঠাবো। ইতালি সরকার চাইলে আমাদের সরকারি ট্রেনিং সেন্টার গুলোতে তাদের চাহিদা মত ট্রেনিং দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে পারে।
বাংলাদেশ থেকে ৭ লাখ কর্মী নিবে ইতালি
সেই সাথে বাংলাদেশের নিযুক্ত ইতালির রাষ্ট্রদ্রুত আন্তেনিও আলেকসান্দ্রা সাংবাদিকদের কে বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে। সেজন্য বাংলাদেশের দক্ষ জনশক্তিকে কিভাবে ইতালিতে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি। বাংলাদেশে অনেক লোক ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে কাজ করছে। সেই সাথে অবৈধ পথে অনেকে যাওয়ার চেষ্টা করে। আমরা বৈধ পথেই বাংলাদেশ থেকে অনেক কর্মী নিব।
সেই সাথে তিনি আরো বলেন, ইতালি যাওয়ার জন্য অনেকেই অবৈধ পথে দালালদের সাথে চুক্তি করে। এতে করে দালালরা অনেক টাকা নেয় এবং প্রতারণা করে। বাংলাদেশের জনগণ যাতে এরকম প্রতারণার শিকার না হয় সেজন্য বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিচ্ছি আমরা। আপনারা কেউ ইতালি যাওয়ার জন্য কোন ভাবে দালালের সাথে চুক্তি করবেন না। ভবিষ্যতের ৭ লাখ কর্মী বাংলাদেশ থেকে ইতালিতে সরকারি ভাবে পাঠানো হবে।