উপজেলা নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহণ চলছে
- আপডেট সময় : ০৫:৩০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
সারা দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ২য় ধাপের উপজেলা নির্বাচন। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ২য় ধাপে ১৫৬ টি উপজেলায় আজকে ২১ মে মঙ্গলবার ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয় ৮ মে বুধবার। উক্ত নির্বাচনে ইলেকশন কমিশনের প্রত্যাশা অনুযায়ী তেমন ভোটার উপস্থিত হয়নি বলে জানা গেছে। উক্ত ভোটে মোট ভোটার উপস্থিত হয়েছিল মাত্র ৩৬.১ শতাংশ। তবে ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট সংখ্যক ভোটার উপস্থিত হবে বলে আশা করা যায়। সেজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচন সুন্দর সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
উপজেলা ভেদে ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোথাও কোথাও অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতায়ন করেছে নির্বাচন কমিশন।
জননিরাপত্তা বিভাগের হিসাব অনুযায়ী, নির্বাচন কেন্দ্রগুলোতে সাধারণভাবে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৮ থেকে ২০ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। তাছাড়া দুর্গম অঞ্চলগুলোতে সাধারণ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ২০ থেকে ২২ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহণ চলছে
আবার কিছু কিছু উপজেলা আছে যেগুলো আয়তনে বেশ বড় আবার ভোটার সংখ্যা অনেক বেশি। সে সকল এলাকাগুলোতে ২ থেকে ৪ প্লাটুন করে বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। তাছাড়াও গুরুত্ব ভেদে ১৬ টি উপজেলায় অতিরিক্ত বাহিনীর মোতায়ন করা হয়েছে।
উপজেলা নির্বাচনের ২য় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ২২ জন প্রার্থী। তাদের মধ্যে ৭ জন হয়েছেন চেয়ারম্যান, ৮ জন হয়েছেন ভাইস চেয়ারম্যান এবং ৭ জন হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান। ফলে এসব এলাকায় ভোট গ্রহণের কোনো প্রয়োজন পড়ছে না।
উপজেলা নির্বাচনের ২য় ধাপের উপজেলা নির্বাচন ধাপে সর্বমোট ১৩ হাজার ১৬ টি কেন্দ্রে মোট ভোট কক্ষ রয়েছে ৯১ হাজার ৫৯৯টি। উক্ত কেন্দ্রগুলোতে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৫২ লাখ ৭৪৮ জন।
উপজেলা নির্বাচনের ২য় ধাপে মোট প্রার্থী হয়েছেন ১৮২৪ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী আছেন ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছেন ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছেন ৫২৮ জন। নির্বাচনের ফলাফল ভোট গ্রহণ শেষে জানা যাবে।