১৯তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি
- আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
এখনো পুরোপুরি শেষ হয়নি ১৮ তম শিক্ষক নিবন্ধন নিয়োগের কার্যক্রম। এরই মধ্যে ঘোষণা এসেছে ১৯ তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির ব্যাপারে। চলতি বছরেই খুব শীঘ্রই ১৯ তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হতে পারে। সামনে ১৮ তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা এখনো বাকি রয়েছে। ১৮ তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে ১৯ তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।
গত ২৭ মে সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ এর একাধিক কর্মকর্তা সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন।
উক্ত বিষয়ে এনটিআরসিও এর সচিব ওবায়দুর রহমান সাংবাদিকদের কে জানান, ১৯ তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি ঠিক কবে প্রকাশিত হবে এ ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। তবে ১৮ তম শিক্ষক নিবন্ধনের সকল কার্যক্রম শেষ করে চলতি বছরের মধ্যে ১৯ তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এমনটা পরিকল্পনা আছে।
আমরা জানি, বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ দেয়া হয় নিবন্ধনের ভিত্তিতে। যারা এনটিআরসিএ কর্তৃক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজগুলোতে আবেদন করতে পারে। তারপর চাকুরী প্রত্যাশীদের রেজাল্ট ও ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন স্কুল কলেজে সুপারিশ করা হয়। চলতি বছরে এই নিবন্ধন সনদের মাধ্যমে ১ লাখের বেশি চাকুরী প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
১৯তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা হয় ৩ টি ধাপে। প্রথম ধাপে নেয়া হয় প্রিলিমিনারি বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে নিজ বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেওয়া হয়। যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকে পরবর্তীতে ভাইবার জন্য ডাকা হয়। ভাইবা পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলাফলে যারা পাশ করে তাদেরকে একটি শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট প্রদান করা হয়।
তারপর বিভিন্ন বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই সকল গণ বিজ্ঞপ্তিতে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারে। একজন চাকরি প্রার্থী চাইলে একাধিক স্কুল এবং কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করতে পারে। তারপর সেই চাকরি প্রার্থীর বিষয়, নিবন্ধনের রেজাল্ট এবং অন্যান্য তথ্যগুলো বিবেচনা করে তাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়।
কিছুদিন আগেই সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন সেশনের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করেছে।
চলতি বছরে ১৮ তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম এখনও শেষ হয়নি। তবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর তথ্য অনুযায়ী অল্প কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে পারে ১৯ তম শিক্ষক নিবন্ধনে নিয়োগ বিজ্ঞপ্তি।