সারাদেশে ট্রেন চলাচল বন্ধ
- আপডেট সময় : ০৫:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
চলমান কোটা আন্দোলনের কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে আজকে শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। কোটা আন্দোলনের কারণে বিগত দুইদিন ধরে একটি ট্রেনে কমলাপুর স্টেশন থেকে ছানি। এমনকি সকাল ৬ টান পর থেকে কমলাপুর রেলস্টেশনে এখন পর্যন্ত ট্রেন প্রবেশও করেনি। যার কারণে কমলাপুর রেলস্টেশনের সাথে সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার আজ সকাল ১০ টায় সাংবাদিকদেরকে বলেন, কমলাপুর রেল স্টেশন থেকে কোন ট্রেন যাচ্ছে না এবং কোন ট্রেন প্রবেশ করছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেই আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। মূলত ট্রেন এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই কাজটি করা হয়েছে।
সারাদেশে প্রেম যোগাযোগ বন্ধ থাকার ব্যাপারে তিনি আরো বলেন, ট্রেনের পাশাপাশি আমরা যাত্রীরা নিরাপত্তার দিক থেকে সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি। সাধারণ যাত্রী ব্যতীত ট্রেনের ভেতরে শিশু এবং বৃদ্ধ থাকেন। একটি ট্রেন ছাড়ার পর সেটা কখন কোথায় আর কতক্ষণ আটকে থাকবে সেটি বলা অনিশ্চিত। তাই ট্রেন গুলো যেখানে আছে সেখানেই বন্ধ রাখা হয়েছে।
সারাদেশে ট্রেন চলাচল বন্ধ
এদিকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ থাকার ব্যাপারে রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজকে রাতে দুটি ট্রেন ছেড়ে যাওয়ার পর আর কোন ট্রেন ছাড়েনি রাজশাহী স্টেশন থেকে। শুধু রাজশাহী নয় এর পাশাপাশি দিনাজপুর নীলফামারী পাবনা এমনকি খুলনা জেলা হতেও কোন ট্রেন ছাড়েনি। ঢাকা রাজশাহী গামী দুটি ট্রেন মাঝপথে স্টেশন গুলিতে আটকে আছে।
সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ ব্যাপারে আলোচনা গিয়েছে খুলনা থেকে আজ কখনো কোন ট্রেন ছাড়েনি। সেই সাথে উত্তর বঙ্গের পার্বতীপুর থেকেও কোন ট্রেন ছাড়েনি আজ।
কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা সাংবাদিকদের কে জানান অতীতে আমরা অনেক হরতাল এবং অবরোধ দেখেছি। কিন্তু কোন অবরোধে কিংবা হরতালে আমরা সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ দেখেনি। এমনকি যুদ্ধের দিন গুলোতেও ট্রেন চলেছে।
সারা বাংলাদেশে নিরাপদ এবং আরামদায়ক বাহন হিসেবে ট্রেনের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে আর বিগত দুইদিন ধরে ট্রেন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছেন না।