কোটা আন্দোলনের আপডেট
- আপডেট সময় : ০৯:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
সরকারি চাকরির সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে সারা দেশ জুড়ে চলছে কোটা আন্দোলন। সম্প্রতি কোটা সংস্কারের এক দফা দাবিতে মাননীয় রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল।
আজ রবিবার ১৪ জুলাই দুপুর ৩ টার দিকে বাংলাদেশের কোটা আন্দোলনের অন্যতম মুখপাত্র হাসানাত আব্দুল্লাহ সাংবাদিকদের কে এই তথ্য জানিয়েছেন। কোটা সংস্কারের লক্ষ্যে তারা আজ স্মারকলিপি জমা দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে। আজ দুপুরে স্মারকলিপিটি জমা দিয়ে কোটা আন্দোলনের প্রতিনিধি দলটি বঙ্গ ভবন থেকে বের হয়ে আসেন।
উক্ত প্রতিনিধি দলে কোটা আন্দোলনের সমর্থনকারীদের আরও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কোটা আন্দোলনের আপডেট
কোটা আন্দোলনকারীরা আজ সকাল ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি মিছিল বের করেন। তারপর সেই মিছিলটি সাথে সাত কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। হাজার হাজার শিক্ষার্থী নিয়ে এসে মিছিলটি রওনা দেয় বঙ্গভবনের দিকে। পতিমধ্যে ঢাকার গুলশান এলাকায় তারা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে ব্যারিকেট সরিয়ে তারা বঙ্গ ভবনের দিকে অগ্রসর হতে থাকেন।
দুপুর ১:০০ টার দিকে কোটা আন্দোলনকারী মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্টের কাছে পৌঁছায়। সেখানে আবারো ব্যারিকেডের সম্মুখীন হলে সেখানেই অবস্থান নেয় শিক্ষার্থীদের দল। হাজারো শিক্ষার্থী সচিবালয়ের কাছে অবস্থান করেন। এতে পুরো এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সড়ক পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তারপর ১৫ মিনিট অপেক্ষা করে শিক্ষার্থীরা আবারও ব্যারিকেড সরিয়ে অগ্রসর হতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত ছিল আশেপাশের এলাকা। পুলিশের বাধার মুখে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানেই আটকে থাকেন। তারপর ১০ সদসের একটি প্রতিনিধি দল মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপে জমা দিতে যান।
এদিকে কোটা আন্দোলনের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলিশহর স্টেশন এলাকা থেকে গণপদ যাত্রা শুরু করেন। সেখানে একজন আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে কথা বলা জানা যায়, তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেবেন।